(English) swayangsiddha 10/10/2018
একা থেকে এক হওয়ার মন্ত্র ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে সর্বত্র।এই লক্ষে এবার পথে নেমে মিছিল করলেন প্রায় তিন হাজারেরও বেশী মানুষ।পশ্চিমবঙ্গ পুলিশের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছে ১৩টি স্কুল ও ২টি কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় মানুষ,এন জি ও আধিকারিক, এলাকার জনপ্রতিনিধি এবং অবশ্যই পুলিশ আধিকারিকবৃন্দ।আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অসাধ্য সাধন করলেন রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের প্রধানা শিক্ষিকা মহাশয়া।সম্পুর্ন আয়োজনের কান্ডারী তিনিই।অংশগ্রহণকারী সবাই কে জানাই আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।আপনাদের পথচলা অনুপ্রাণিত করুক বাকিদের।
© Copyright 2019. Designed & developed by Confiance Mobility LLP.