story

স্বয়ংসিদ্ধা দলের একজন সদস্য নিজেই নিজের বিয়ে আটকালো

শেরপুর রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় 26/07/2018

সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুরুন্নেশা খাতুন স্কুলটিকে জানান যে তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা, তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যা সে চায় না। আমরা তাকে বিশ্বাস করলাম যে এই ধরণের কিছুই ঘটতে দেব না। আমরা তার মার সাথে যোগাযোগ করে তাকে স্কুলে ডেকে আনি। তিনি এসেছিলেন। আমাদের টিআইসি এবং অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে, আমরা তাকে বোঝাতে পেরেছিলাম যে সে যা করতে যাচ্ছিল তা আইন লঙ্ঘন করে এবং সেটি থেকে বিরত থাকতে হবে। আমরা তাকে বোঝাতে পেরেছি। তিনি লিখিত দেন যে, 18 বছর বয়সের পরেই তিনি তার মেয়ের বিয়ের কথা ভাববেন।

Share

Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.